সিবা আলী খানের প্রথম উপন্যাস ‘জোছনা ও আঁধারের গল্প’
- আপডেট সময় : ০৩:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৪১ বার পড়া হয়েছে
এ প্রজন্মের মডেল, অভিনেত্রী ও নির্মাতা সিবা আলী খান। প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’র পর এবারের বইমেলায় আসছে তার প্রথম উপন্যাস ‘জোছনা ওআঁধারের গল্প’। উপন্যাসটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। এটি জীবনঘনিষ্ট গল্প নিয়ে লেখা।
নতুন উপন্যাস নিয়ে সিবা আলী খান বলেন, ‘জোছনা ও আঁধারের গল্প’ জীবনঘনিষ্ঠ একটি উপন্যাস। আমাদের জীবনে অনেকগুলো চরিত্র। আছেআশা, আকাঙ্ক্ষা, হয় স্বপ্ন ভঙ্গ, থাকে উত্থান পতন। নিয়তি জীবনকে অন্যদিকে নিয়ে যায়। এসবই ‘জোছনা ও আঁধারের গল্প’ বইটিতে তুলে ধরা হয়েছে।’
র্যাম্পে নিয়মিত কাজের পর সুযোগ আসে অভিনয়ে। সিনেমা এবং নাটকে অভিনয় করে নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। তবে আলোচনায় আসেন২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টোরি অব সামারা’ সিনেমার মাধ্যমে।
এরপর বহুল আলোচিত ‘অপারেশন অগ্নিপথ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করে নায়িকা হিসেবে পরিচিতি পান সিবা। যদিও সেই সিনেমাটি মুক্তিরআলোয় আসেনি।
সিবা আলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে অনুদানে নির্মিত ‘জামদানি’ সিনেমাটি। মোস্তফা মননের কাহিনি ও আজাদ আবুল কালামেরচিত্রনাট্য–সংলাপে এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও সিবা। জামদানি পল্লীর মানুষের যাপিত জীবন নিয়ে সিনেমাটি নির্মাণকরেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল।