অমর একুশে বইমেলায় শিশুপ্রহর মুখরিত ক্ষুদে বইপ্রেমীদের পদচারণায়
- আপডেট সময় : ০৭:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
অমর একুশে বইমেলার শেষ শুক্রবার শিশুপ্রহর মুখরিত ক্ষুদে বইপ্রেমীদের পদচারণায়। তারা মেতে ওঠে সিসিমপুর চত্বরে। হালুম, টুকটুকি, শিকু আর ইকরিকে সরাসরি দেখতে পেয়ে বাড়তি আনন্দ শিশুদের মাঝে। অভিভাবকদের সাথে স্টল থেকে স্টলে ঘুরে বাহারি রঙের বই সংগ্রহ করতে দেখা যায় ক্ষুদে পাঠকদের। শিশুদের মোবাইলের আসক্তি কাটাতে বইয়ের সাথে সংযোগ বাড়ানো জরুরি বলে মত দেন অভিভাবকরা।
একুশের বই মেলার শুক্রবার সকাল বেলাটা শুধুই শিশুদের। বাবা-মায়ের হাত ধরে এসেছে মেলায়। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বেড়াতে দেখা যায় শিশুদের। মাসব্যাপী মেলার শেষ শুক্রবার শিশুদের পদচারণায় মুখরিত শিশুপ্রহর। মেলায় শিশুদের প্রধান আকর্ষণ সিসিমপুর। হালুম, টুকটুকি, শিকু আর ইকরিকে সরাসরি দেখতে পেয়ে বাড়তি আনন্দে মাতে শিশুরা। রঙ-বেরঙের বই, গল্প আর ভৌতিক বইয়ের প্রতিও আগ্রহ দেখা যায়।
অভিভাবকরাও শিশুদের হাতে তুলে দেন পছন্দের বই। জ্ঞান-বিজ্ঞানের সাথে শৈশব থেকেই পরিচয় করিয়ে দিতে মেলায় নিয়ে আসেন তারা। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার বেচাবিক্রি বাড়ে বলে জানান বিক্রেতারা। শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ গড়ে তুলতে পারলে সুন্দর ভবিষৎ উপহার দেয়া সম্ভব বলে মনে করেন মেলা আগতরা।