বাগেরহাটে তৈরি হচ্ছে কাঠের বেবি ব্যালান্স বাইক
- আপডেট সময় : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১৬ বার পড়া হয়েছে
বাগেরহাটে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কাঠের বেবি ব্যালান্স বাইক। যা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এর ফলে সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান আসছে বৈদেশিক মুদ্রা।
কেউ তৈরি করছেন ফ্রেম, কেউ চাকা, কেউ আবার হ্যান্ডেল, এভাবেই তৈরী হচ্ছে কাঠের তৈরী বাইসাইকেল। সবশেষে শ্রমিকদের নিপুন হাতে কাঠের বাইকে রং ও পালিশ করা হচ্ছে। বাগেরহাটের বিসিক শিল্প নগরীতে ন্যাচারাল ফাইবার নামের প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এসব বেবি ব্যালান্স বাইক। এখান থেকেই কাঠের তৈরী এসব বাইক চলে যাচ্ছে ইউরোপের গ্রীস ও বেলজিয়ামসহ নানা রাষ্ট্রে। এই কাজে প্রতিষ্ঠানটিতে নিয়োজিত রয়েছেন প্রায় অর্ধশত শ্রমিক। প্রতিদিন এই কারখানায় তৈরি করা হচ্ছে প্রায় ৪০টি বাইক। যার মূল ক্রেতা গ্রীসের বিখ্যাত কোকো মেট কোম্পানি।
সাম্প্রতি কোকো মেট কোম্পানির প্রতিষ্ঠাতা মিস্টার পলসহ তার কোম্পানির অন্যান্য কর্মকর্তাসহ ঘুরে দেখেছেন ন্যাচারাল ফাইবার এর কারখানা। শুধু বেবি ব্যালান্স বাইক’ই নয়, সানবেড, হোটেলবেড, কুকুর বিড়ালের খেলনাসহ বেশ কয়েকটি পণ্য তৈরী করছে ন্যাচারা ফাইবার নামের প্রতিষ্ঠানটি। সরকারের আন্তরিকতা ও প্রনোদনা পেলে রপ্তানির পরিমান এবং বৈদেশিক মুদ্রার অর্জন বাড়বে বলে জানান এই উদ্যোক্তা। গত ৬ মাসে প্রায় ২০ হাজার বেবি ব্যালান্স বাইক রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি।