মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলমান
- আপডেট সময় : ১২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের রাখাইনে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত এখনও চলমান। এক মাস আগে শুরু হওয়া এ সংঘাতে কিছুদিন আগেও ঘুমধুম ও উখিয়া-টেকনাফ সীমান্ত খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। তবে মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও ফের সীমান্তের ওপারে শুরু হয়েছে গোলাগুলি।
এমন ঘটনায় ঘুমধুম-টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ভেসে আসছে মর্টারশেল ও গুলির শব্দ।এ অবস্থার মধ্যে বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভয়ে টেকনাফের জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছে না। চরম আতঙ্কেই দিন কাটছে সীমান্তের বাসিন্দাদের। এ অবস্থায় সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার রাত ১১টা পর্যন্ত ঘুমধুমের বাইশঁফাড়ি ও টেকনাফের শাহপরীর দ্বীপ-হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ওপারে থেমে থেমে মর্টারশেল ও গোলাগুলির শব্দ এপার কেঁপে উঠে। এখনো গোলাগুলি অব্যাহত বলে জানিয়েছেন স্থানীয়রা।