তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ও শিক্ষার ব্যবস্থা করতে হবে : শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৯২ বার পড়া হয়েছে
তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের উপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক গড়ে তুলতে চিন্তাধারায় পরির্তন দরকার।
সকালে, রাজধানীর মাদানী এভিনিউয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হচ্ছে। শুধু বাংলা নয়, ইংরেজিতেও দক্ষতা অর্জন না করলে, কর্মসংস্থানে পিছিয়ে পড়ার আশংকা রয়েছে। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরের ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৪ জনকে স্বর্ণপদক দেয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও ভিসি অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।