বাগেরহাটে সংস্কারের অভাবে জরাজীর্ণ ২৭টি ইউনিয়ন পরিষদ ভবন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
বাগেরহাটের উপজেলাগুলোয় সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে ২৭টি ইউনিয়ন পরিষদ ভবন। দুর্ঘটনার ঝুঁকিতে আছেন এসব ইউনিয়ন পরিষদ ভবনে কাজ করা কর্মচারী ও সেবাপ্রার্থীরা।
এলজিইডি সূত্র জানায়, জেলার অন্তত ২৭ ইউপি ভবনের প্লাস্টার খসে পড়ছে, দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে, ছাদ থেকে পানি পড়ছে। এর মধ্যে, বাগেরহাটের ষাটগম্বুজ, কড়াপাড়া, গাংনী, কলাতলা, তেলিগাতী, বাধাল, রায়েন্দা, বনগ্রাম, রামচন্দ্রপুর ও বড়বাড়িয়াসহ কয়েকটি ইউপি ভবন বেশি ঝুঁকিতে আছে। এসব ইউপি ভবনে বছরে অন্তত পাঁচ লাখ মানুষ নিয়মিত সেবা নিতে যান। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদে প্রতিদিনই সেবা নিতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন সবাই। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ভবনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তাদের।