মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে ও ঋণের চাপে আত্মহত্যা করছেঃ রিজভী
- আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
গণবিরোধী সরকার মানুষের জীবন দুর্বিসহ করতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে সরকার। সামনে রমজান, অথচ চিনি খেজুরের দাম দফায় দফায় বাড়ছে। সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। ঋণের চাপে মানুষ আত্মহত্যা করছে বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ঠাণ্ডামাথায় সুপরিকল্পতভাবে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকষ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো অভিযোগ করে রিজভী বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে একটি মহল। পিলখানা ট্র্যাজিডির রহস্য কখনও ধামাচাপা দেয়া যাবে না,প্রকৃত রহস্য উদঘাটন করে ভবিষ্যতে অপরাধীদের বিচার করা হবে। বলেন, ১৫ বছর পরও পিলখানা হত্যাকান্ডের বিচার হয়নি, অথচ সরকার এখন বলছে সে ঘটনায় না কি বিএনপি জড়িত। পিলখানার ঘটনার নেপথ্যে কারা ছিল তা দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। বিডিআরের সাবেক ডিজির বক্তব্যে পিলখানা হত্যাকান্ডের আসল ঘটনা বের হয়ে এসেছে।