বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সরকারের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে ২৪ দেশের কূটনীতিকদের নিয়ে কক্সবাজারে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনের মধ্যে দিয়ে শুরু হয় কার্যক্রম। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন আর পর্যটন শিল্পের গল্প বিশ্বময় ছড়িয়ে পড়বে বলে জানান মন্ত্রী। নদীর তলদেশে টানেল, সাগরের বেলাভূমি আর মহাসড়কসহ বদলে যাওয়া বিভিন্ন অবকাঠামো দেখে বিস্ময় প্রকাশ করেন আগত রাষ্ট্রদূতরা।
চট্টগ্রাম পৌঁছে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ পরিদর্শন দিয়ে শুরু হয় কূটনীতিকদের যাত্রা। নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, পাকিস্তান, ইতালিসহ ২৪ দেশের ৩৪ জন কূটনীতিবিদ যোগ দিয়েছেন দুই দিনের এই সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের এমন সফর এটাই প্রথম। টানেল পরিদর্শনের পর বিশেষ ট্রেনে চেপে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন কূটনৈতিকরা। এসময় এ অঞ্চলের উন্নয়ন অবকাঠামো পরিদর্শন আর স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পেরে উচ্ছ্বাস জানান তারা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সাথে সর্ম্পক উন্নয়নসহ এখানকার পর্যটন সম্ভাবনা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেই এমন আয়োজন। এর মাধ্যমে বিশ্বের কাছে জাতিগত সামর্থ্য প্রদর্শনের সুযোগও নিতে চায় বাংলাদেশ।
দুই দিনের এই সফরে কক্সবাজারে ইনানীতে রাত্রিযাপন করবেন কূটনীতিকরা। বুধবার কক্সবাজার সমুদ্র সৈকত ও রাঙ্গকূট বৌদ্ধ বিহার পরিদর্শন করবেন তারা। কেউ আগ্রহ প্রকাশ করলে অনির্ধারিত সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সুযোগও করে দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।