বাংলাদেশের অংশ থেকে বালু উত্তোলন করায় ইছামতীর ভাঙন দ্রুত বাড়ছে
- আপডেট সময় : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
সীমান্ত নদী ইছামতীর ভাঙনে পাল্টে যাচ্ছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মানচিত্র। নদীর বাংলাদেশ অংশ থেকে বালু উত্তোলন করায় ভাঙন দ্রুত বাড়ছে বলে জানিয়েছে এলাকাবাসী। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদী তীর সংরক্ষণ নামে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
ইচ্ছামতি নদী ভাঙন রোধে ভারতীয় কর্তৃপক্ষ জেগে উঠা চরে গড়ে তুলেছে হোটেল-পার্ক ইটের ভাটাসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ভারতীয় অংশে নদীর পাড় ঢালাই দেওয়ায় ভাঙনে বাংলাদেশের দিকে সরে আসছে সীমান্ত নদী ইছামতি। পাল্টে যাচ্ছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মানচিত্র। এভাবে ভাঙতে থাকলে দেবহাটা উপজেলার বড় অংশ হারিয়ে যাবে জানান, এই জনপ্রতিনিধি। জমি উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে জানান উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, সীমান্ত নদী তীর সংরক্ষণে একটি প্রকল্প প্রস্তব করা হয়েছে। আর জেলা প্রশাসন জানান,আন্তজার্তিক সীমান্ত রক্ষার চেষ্টা অব্যহত রয়েছে।