বেইলি রোডের আগুনে নিহত বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি মুসলিম পরিবারের সন্তান
- আপডেট সময় : ০৬:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ২২০৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া খোকসা উপজেলার বেতবাড়িয়া গ্রামের মেয়ে বৃষ্টি খাতুন। মুসলিম পরিবারের সন্তান। জন্মসনদ ও সার্টিফিকেটে তার ওই নাম দেয়া । মুসলিম রীতি মেনে দাফন করার দাবি পরিবার ও এলাকাবাসীর। ঢাকায় অভিশ্রুতি শাস্ত্রী নামে সাংবাদিকতায় জড়িত থাকা এই মেয়ে বেইলী রোডে অগ্নিকান্ডে নিহত হয়েছে।
ঝর্না, বর্ষা ও বৃষ্টি তিন বোন। পিতা শাবলুল আলম সবুজ, মাতা বিউটি খাতুন মুসলিম ধর্মাবলম্বী। তাদের ঔরস জাত সন্তান এরা তিনজনই। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকায় পড়াশুনা করতে এসে শুরু করেন সাংবাদিকতা। নিজের নাম পাল্টে ফেসবুকে বৃষ্টি খাতুনের পরিবর্তে বনে যান অভিশ্রুতি শাস্ত্রী।
রাজধানীর বেইলি রোডের আগুনে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলেও দ্বৈত ধর্মালম্বীর ধূম্রজালে বৃষ্টি ওরফে অভিশ্রুতি মরদেহ এখনো ঢাকার মর্গে। এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বৃষ্টি মুসলিম পরিবারে সবুজ-বিউটি দম্পতির সন্তান।
যত কিছুই হোক সন্তান ও বোন হারানোর আহাজারিতে মাতম চলছে খোকসা বনগ্রামে বৃষ্টির পরিবারে।
মেধাবী বৃষ্টি ভবিষ্যতে ক্যাডার সার্ভিসে চাকরি করার ইচ্ছে নিয়েই দুনিয়া ছাড়লেন। নিয়তির করুণ পরিণতিতে একটি সম্ভানমায় জীবন এভাবেই থেমে গেলে। অন্তত দাফনের জন্য বৃষ্টির মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের দাবি সচেতন মহলের।