বৈরি আবহাওয়ায় যশোরে আশানুরূপ ফলন হয়নি বাঁধাকপির
- আপডেট সময় : ১১:১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়ায় যশোরে এবছর আশানুরুপ ফলন হয়নি বাঁধাকপির। অনাকাঙ্খিত বৃষ্টিতে চারা নষ্ট ও প্রচন্ড ঠান্ডা ও ঘনকুয়াশায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে-বলছেন চাষীরা। দেরীতে উৎপাদিত চারায় ভালোমানের বাঁধাকপি উৎপাদন করতে না পারায় অন্যান্য বছরের মতো বিদেশে এ সবজি পাঠাতে পারছেন না তারা। বাধ্য হয়ে স্থানীয় বাজারে বিক্রি করেই সুন্তুষ্টু থাকতে হচ্ছে চাষীদের ।
স্থানীয় কৃষি বিভাগের হিসেবে বছরে প্রায় ৯ লাখ টন বিভিন্ন প্রকারের সবজি উৎপাদিত হয় যশোরে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এ সব সবজি ।তবে প্রথমবারের মতো একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ২০১৭ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বাঁধাকপি রপ্তানি করে।
কিন্তু চলতি বছর চারা উৎপাদনের সময় টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়। দ্বিতীয় দফায় প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় ভালো মানের চারা হয়নি। তাই রপ্তানিযোগ্য বাঁধাকপি উৎপাদিত না হওয়ায় স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে তাদের।
অনুকূল আবহাওয়ার অভাবে বাঁধাকপির উৎপাদন বিপর্যয়ের কথা স্বীকার করে স্থানীয় কৃষি বিভাগ বলছে, দেরীতে কিছু কৃষকের উৎপাদিত বাঁধাকপি রপ্তানির জন্য চেষ্টা চলছে।
চলতি বছরে জেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে।