পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংকের আয়োজন রোড শো
- আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৮৬৪ বার পড়া হয়েছে
প্রবাসী বাংলাদেশিদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরতে পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংক আয়োজন করে রোড শো। প্রায় পাঁচশ’ প্রবাসী বাংলাদেশির সামনে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অফশোর ব্যাংকে ডলার ও ইউরোর আমানত বাড়ানোসহ প্রবাসীরা কীভাবে বিদেশি মুদ্রা ফিক্সড ডিপোজিট করে লাভবান হতে পারে, তা তুলে ধরেন।
সিটি ওক মানদো রেস্তোরাঁয় আয়োজিত রোড শোতে প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,পর্তুগালস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুল্যার লায়লা মুনতাজেরী দীনাসহ পর্তুগালের প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজন। অফশোর ব্যাংকে অর্থ জমা রাখা প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, পর্তুগালের বসবাসরত যে কেউ অফশোর ব্যাংকে ন্যূনতম ১ হাজার ইউএস ডলার বা ইউরো- তিন মাস থেকে পাঁচ বছর পর্যন্ত জমা রাখলে সাড়ে ৬ শতাংশ থেকে সোয়া ৮ শতাংশ পর্যন্ত লাভ পাওয়া সম্ভব। সেই সাথে জমার ক্ষেত্রে সর্বোচ্চ ডিপোজিটের কোন সীমা নেই। এদিকে পর্তুগালে এমন আয়োজন করার জন্য সিটি ব্যাংককে ধন্যবাদ জানিয়ে প্রবাসীরা বলেন, লিসবনে অনেক ব্যবসায়ী রয়েছেন, যাদের অর্থ অলস পড়ে আছে। অফশোর ব্যাংকে অর্থ রাখলে বেশি মুনাফা। যা প্রবাসে থাকা মানুষদের জন্য অনেক ভালো একটি উদ্যোগ। এতে করে লিসবনসহ পর্তুগালে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দেশের ব্যাংকে সহজে লেনদেন করতে পারবে বলে আশা করেন উপস্থিত প্রবাসীরা।