সাতক্ষীরা পৌরসভায় যত্রতত্র ময়লা ফেলায় দূষিত পরিবেশ,স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ
- আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভায় বর্জ্য ফেলার ডাম্পিং ষ্টেশন না থাকায় চরম উদাসীনতায় চলছে বর্জ্য ব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। তারপরও ডাম্পিং ষ্টেশন নির্মাণের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
সাতক্ষীরা পৌরসভায় দুই লাখ মানুষের বসবাস। প্রথম শ্রেণির হলেও পৌরসভায় নেই কোন বর্জ্য নিষ্কাশনের স্থায়ী ডাম্পিং ব্যবস্থা। স্থানয়ীদের অভিযোগ, খুলনা-সাতক্ষীরা-মহাসড়কের বিনেরপোতায় প্রতিদিন পৌরসভার ময়লা আবর্জনা জমে যাচ্ছে, তাই এমন অবস্থা সৃষ্টি হয়েছে। পরিবেশ দূষণসহ দুর্ভোগের শিকার এলাকাবাসী।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি স্থানীয় শিক্ষা কর্মকর্তার।
ডাম্পিং ষ্টেশন নির্মাণের বিষয়ে কোন আশার বানি শোনাতে পারেননি পৌর কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা।
দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি সাতক্ষীরাবাসীর।