সরকারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হাফিজ উদ্দিনকে জেলে পাঠানো হয়েছে : মঈন খান
- আপডেট সময় : ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে সরকারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জেলে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রতিহিংসার রাজনীতির জন্য আজ দেশের সমস্ত কিছু ধ্বংসের দ্বারপ্রান্তে। ধাপ্পাবাজি করে বেশিদিন দেশ পরিচালনা করা যায় না বলে হুঁশিয়ার করেন মঈন খান।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পরিবারের সাথে দেখা করতে রাজধানীর বনানীতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এ সময় তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে।
আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই একজন বীর বিক্রমকে জেলে দিয়েছে সরকার।
বিএনপির জঙ্গি ও সন্ত্রাসী দল প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মঈন খান বলেন, সন্ত্রাসীর তকমা লাগিয়ে দেশে-বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না।
ধাপ্পাবাজি করে বেশিদিন দেশ পরিচালনা করা যায় না বলেও মন্তব্য করেন ডঃ মঈন খান।