বাজারে চিনির কোনো সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, বিভিন্ন মিলের কাছে যে পরিমাণ চিনি মজুত আছে, তাতে বাজারে চিনির কোনো সংকট হবে না।সকালে রাজধানীর কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা না, সরবরাহ বাড়াবার চেষ্টা করছেন যাতে নিত্যপণ্যের যৌক্তিক মূল্য বজায় থাকে। মাসিক কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে মার্চ মাসের পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের জন্য সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে রমজান উপলক্ষে যুক্ত করা হয়েছে খেজুর। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় কেনা যাবে। তবে আগের দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে রাতে একলাফে ৩০ টাকা বাড়ানোর পর পুনরায় ৭০ টাকা বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে টিসিবি।