৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে এনে দিয়েছে স্বাধীনতা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু দেশের মানুষকে উদ্বুদ্ধই করেননি, মুক্তিযুদ্ধে এনে দিয়েছে স্বাধীনতা। ৭ মার্চ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জানান, ৭ই মার্চের ভাষণ এখন বিশ্ব ঐহিহ্য। জাতির পিতার নাম মুছে ফেলা হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতিহাসকে কখনোই মুছে ফেলা যায় না।
জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গবন্ধু কন্যা তুলে ধরেন ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট। বলেন, গণ আন্দোলনের মুখে জাতির পিতাকে মুক্তি দিতে বাধ্য হন আইয়ুব খান।
তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ শুধু গেরিলা যুদ্ধের প্রস্তুতি নয়, মুক্তিযুদ্ধের বিজয় এনে দিয়েছে।
বঙ্গবন্ধুর ইতিহাস যারা মুছে ফেলতে চেয়েছিলো তাদের সমালোচনা করে শেখ হাসিনা জানান, ৭ই মার্চের ভাষণ শুধু দেশের নয় এটা এখন বিশ্ব ঐহিহ্য।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আবারও বাংলাদেশকে সোনার দেশে হিসেবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।