ভারত পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র চায় না : গয়েশ্বর
- আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ভারত পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবসের আলোচনার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন,বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মাস্টারপ্ল্যান করে এগিয়ে যাচ্চে সরকার। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীন বাংলাদেশ এখনো ভারতের কব্জায় রয়েছে। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে এই সরকারকে বিদায় করতে হবে বলেও জানান, গয়েশ্বর চন্দ্র রায়।