জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ আটক ৪
- আপডেট সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা সহ ৪ জনকে আটক করেছে রেব। রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকা হতে তাদের আটক করে রেব-১ এর সদস্যরা। জাল নোট তৈরীতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি নকল মুদ্রাও উদ্ধার করা হয়। রাজধানী উত্তরায় সংবাদ সম্মেলনে রেব-১ এর অধিনায়ক জানান, রমজানকে সামনে রেখে বিপুল জাল টাকা ছড়িয়ে দিতে কাজ করছিল এই চক্রটি।
এভাবেই.. ছাপা হচ্ছে জাল টাকার নোট। টাকা তৈরি করতে দুটি পদ্ধতি ব্যবহার করে জাল নোট তৈরির কারিগররা। কিন্তু অবশেষে শেষ রক্ষা হয়নি এই চক্রের হোতাদের। রাজধানীর রুপনগর এলাকা থেকে চারসদস্যকে গ্রেফতার করে রেব-১। উদ্ধার করা হয় জাল নোট তৈরির সব সরঞ্জাম। রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে রেব ১এর অধিনায়ক বলেন, চক্রটি ১ লাখ টাকার জাল নোট তৈরি করে বিক্রি করতেন ২০ থেকে ২৫ হাজার টাকায়। চক্রটি জাল নোট তৈরির কাঁচামাল দেশ বিদেশ থেকে সংগ্রহ করতো বলে জানায় রেব।