১৭ বছরেও পূর্ণাঙ্গ শিল্প-কারখানা স্থাপন হয়নি মেহেরপুরের বিসিক শিল্প নগরীতে
- আপডেট সময় : ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৭ বছরেও পূর্ণাঙ্গ শিল্প-কারখানা স্থাপন হয়নি মেহেরপুরের বিসিক শিল্প নগরীতে। প্রয়োজনীয় বাজার ও সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার অভাবে শিল্প-কারখানার প্রতিষ্ঠা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা। নতুন উদ্যোক্তা তৈরিতেও সরকারের সহযোগিতা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠার প্রায় দেড় যুগে মেহেরপুরের বিসিক শিল্পনগরী হওয়ার কথা ছিল শ্রমিক আর উদ্যোক্তাদের আনাগোনায় মুখরিত। কিন্তু জঙ্গল আর আগাছায় স্থানটি এখন অনেকটাই ভূতুড়ে। ২০০৭ সালে উদ্বোধনের পর থেকে এখনো পূর্ণাঙ্গরূপে চালু হতে পারেনি এই শিল্পনগরী। ১০ একর জমিতে নির্মিত মেহেরপুর বিসিক শিল্প নগরীর ৭০টি প্লটের মধ্যে ৩৫টি শিল্প প্রতিষ্ঠানকে ৬৮টি প্লট বরাদ্দ দেয়া হলেও বর্তমানে চালু মাত্র ৯টি।
সীমানা প্রাচীর ও নিরাপত্তার অভাবে বারবার চুরি-ডাকাতির ঘটনায় অরক্ষিত স্থানটি। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত পানি ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে বেশিরভাগ প্লট ফাঁকা পড়ে থাকার অভিযোগ উদ্যোক্তাদের।
এদিকে, যোগাযোগ ব্যবস্থার সমস্যাসহ বিসিক কর্তৃপক্ষের সাথে শিল্প মালিকদের সমন্বয়ের অভাবকেও দুষছেন উদ্যোক্তারা।
প্লট দেয়ার পর বিসিকের পরবর্তী কার্যক্রমগুলো না থাকায় নতুন শিল্প গড়ে কেউ লোকসানী হতে চান না বলে অভিমত ব্যবসায়ী নেতাদের।
তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে দাবি বিসিক কর্মকর্তার।