পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হল ময়মনসিংহ ও কুমিল্লা নির্বাচনের প্রচার-প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
ময়মনসিংহে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এপিবিএন, রেব, পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্সও।
রাত পোহালেই কুমিল্লা সিটির উপ-নির্বাচন। সকালেই কুমিল্লা জিলা স্কুল থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হবে ইভিএমএ। সিটির এ নির্বাচনে ২৭ওয়ার্ডে মোট কেন্দ্র সংখ্যা ১০৫টি। মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।