২৮ অক্টোবর বিএনপির ওপর যে নির্যাতন হয়েছে, একাত্তরেও এমন হয়নি : আব্বাস
- আপডেট সময় : ০৬:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক আন্দোলন সাময়িক বাধাগ্রস্ত হলেও ব্যর্থ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির ওপর যে নির্যাতন হয়েছে, একাত্তরেও এমন হয়নি। আর দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকার মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়েছে। রাজধানীতে আলাদা স্থানে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তারা।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী অভিযোগ করেন ,কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সরকার।
রাজধানীর নয়াপল্টনে লিফলেট বিতরণ পূর্ব এক সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। সংক্ষিপ্ত সমাবেশ সরকারের সমালোচনা করেন বিএনপির নেতাকর্মীরা। আবদুস সালাম অভিযোগ করেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের নীলনকশা গত ২৮ অক্টোবর বাস্তবায়ন করা হয়েছিলো। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে, সে জন্য আগে থেকেই সরকার মাস্টারপ্ল্যান নিয়ে এগিয়েছিলো। পরে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতারা ।