এমন যারা করবে তাদের কেউ রেহাই পাবে না : নানক
- আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে অর্থ উপার্জনের জন্য যারা সাধারণ জনগণকে জিম্মি করবে তাদেরকে সতর্ক করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এমন যারা করবে তাদের কেউ রেহাই পাবে না। সকালে শ্যামলীতে যুবলীগ ও ছাত্রলীগের পরিচালনায় সুলভ মূল্যের বাজার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, বাজার সম্পর্কে ধারণা আছে। কৃষকের কাছ থকে ১০ টাকায় কেনা ফুলকপি কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকায়। মাঝখানে যে শুভঙ্করের ফাঁকি, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক। নানক আরও বলেন, রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। কিন্তু দেশের ব্যবসায়ীরা রোজার মাসে জনগণকে জিম্মি করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। প্রধানমন্ত্রীর বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন জানিয়ে তিনি বলেন, তারপরও যারা বাজারদর নিয়ন্ত্রণে আনছে না। এমন যারা করবে তাদের কেউ রেহাই পাবে না