রমজানের শুরুতেই বেসামাল নিত্য পণ্যের বাজার
- আপডেট সময় : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
রমজানের শুরুতেই বেসামাল হয়ে পড়েছে নিত্য পণ্যের বাজার। ইফতার সামগ্রী কিনতে বাজারে এখন প্রচন্ড ভিড়। বাড়তি দাম শুনেই হিমশিম অবস্থা ক্রেতাদের। ছোলা, ডাল, খেজুর, মাংস সব পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক। তবে কৃষি বিভাগ বলছে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান। ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব।
সারাবছর যেন রমজানের অপেক্ষায়ই থাকেন ব্যবসায়ীরা। মুসলিম দেশগুলোতে এ মাসে সব পণ্যের দাম কমলেও বাংলাদেশে রমজানেই সবচেয়ে বেশি বাড়ে নিত্যপণ্যের দাম। বছরের পর বছর এই রীতি ভাঙছে না কোন উদ্যোগেই। এবারও সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে অস্থির বাজার। এর চাপে পৃষ্ঠ সাধারণ মানুষ।
ছোলাবুট প্রতি কেজিতে ১৫ টাকা বেড়ে এখন ১১০ টাকা, চিনি ১৪৫ টাকা, মসুরের ডাল ১৩০ টাকা, আলু প্রতিকেজিতে ১০ টাকা বেড়ে ৩৫ টাকা। গরুর মাংস দাম বেড়ে সাড়ে সাতশো টাকায় উঠেছে। আর খেজুরের দাম বেড়েছে তিনগুণ। অন্যসব পণ্যের দামও প্রায় সমানতালে বেড়েছে।
বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানালেন কৃষি বিপণন কর্মকর্তা।
রমজানে বাজার নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ দেখতে চান সাধারণ মানুষ।