উপকূলে আবাদ হয়েছে ড্রাগন, জাগর নামের বিভিন্ন তরমুজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
উপকূলে এবার আবাদ হয়েছে ড্রাগন, জাগর, আলী জাগর, বিট ফ্যামিলি এবং সুপার নামের বিভিন্ন তরমুজ।
গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা ও বাফউলের কৃষকরা উৎপাদিত এসব তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। পটুয়াখালীর রসালো মিষ্টি তরমুজের চাহিদা সবখানে। তবে কৃষকদের অভিযোগ, তারা স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা পাচ্ছেন না। দ্বিগুণ দামে সার-কিটনাশক কিনতে হয়েছে। ফলে উদৎপাদন খরচ বেড়ে, আগের মত লাভ নিয়ে হতাশ তারা। কৃষি বিভাগ বলছে, এবার জেলায় ২৩ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিপাতে কিছুটা ক্ষতি হলেও অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে ফলন।