পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারের সুযোগ বেড়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারের সুযোগ বেড়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পাটের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহবান জানান তিনি। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পাট উৎপাদন বৃদ্ধি ও রপ্তানিতে নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দেন তিনি। পাটের উৎপাদিত রপ্তানি পণ্যে সরকার প্রণোদনা দেবেও বলে জানান শেখ হাসিনা।
জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাকিত সম্মেলন কেন্দ্রে ৬টি পাটকল এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে পাট খাতে বিশেষ অবদান রাখায় ১১ ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
পাট খাত দেশের অর্থনীতে গুরুত্বপূর্ণ অবদার রাখতে পারে জানিয়ে, পাট খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান।
তিনি বলেন, পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের ব্যবহার সুযোগ বেড়েছে। তাই পাটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
রপ্তানি চাহিদার কথা মাথায় রেখে পাটের বহুমুখী পন্য তৈরির আহবান জানান তিনি। আশ্বাস দেন রপ্তানি পণ্যে প্রনোদনা দেবার।
সোনার বাংলাদেশ গড়তে সোনালী আশঁ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
পরে বিজেএমসির ৬টি পাটকলের উৎপাদন কার্যক্রম এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন শেখ হাসিনা।