রেলওয়ের জমি জবর দখল করে মার্কেট, দোকানঘর ও আবাসিক ভবন নির্মাণ
- আপডেট সময় : ০৯:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশ উপেক্ষা করে কুষ্টিয়ার পোড়াদহ জংশন থেকে শহরের বড়বাজার ষ্টেশন পর্যন্ত কয়েকশ’ কোটি টাকার সম্পত্তি জবর দখল করে মার্কেট, দোকানঘর, আবাসিক ভবন নির্মাণ– এমনকি প্লট আকারে বিক্রি করছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী মহল। তবে দখলের এই অভিযোগ মানতে নারাজ তারা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, জবর দখলের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
১৮৬০ সালে কুষ্টিয়া জগতি রেলষ্টেশন স্থাপনের মধ্যদিয়ে বাংলাদেশে রেলওয়ের যোগাযোগের প্রবেশ। সেই থেকে এই পোড়াদহ ষ্টেশনটিকে একটি জংশন করতে এখানে কয়েক শত বিঘা জমির উপর গড়ে তোলা হয় কয়েকটি ষ্টেশন, ইয়ার্ড, রেললাইন, আবাসিক ভবন, অফিসার্স কোয়ার্টার, পুলিশ ফাঁড়ি। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও প্রভাবশালী মহল পোড়াদহ পুরাতন বাজার ও আশপাশের জায়গা জবর দখল করে দোকানঘর, মার্কেট, আবাসিক ভবন নির্মাণ করেছে।
একইভাবে শহরের কুষ্টিয়া বড় ষ্টেশনেরও শত কোটি টাকার জমির কৃষি লিজের নামে নিয়ে সেখানে পিলার পুতে প্লট করে বিক্রি করছে স্থানীয় পৌর কাউন্সিলর ও একটি প্রভাবশালী মহল। দলের নাম ভাঙ্গিয়ে এমন জবর দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী ক্ষমতাসীন দলের এই নেতার।
রেলবিধি অনুযায়ী কোন শর্ত ভঙ্গ করেননি বলে দাবী এই দখলদার পৌর কাউন্সিলরের।
খুব শিগিগরই রেলের সম্পত্তি দখলমুক্ত করা হবে বলে জানান রেলের এই কর্মকর্তা।
এখনি জবর দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা না হলে রেলের আধুনিকায়ন কর্মসুচী বিফলে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।