সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উদ্যাপিত
- আপডেট সময় : ০৭:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নানা আয়োজনে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দুস্থ অসহায় এতিমদের মাঝে খাদ্যদ্রব্য ও পোশাক বিতরণ, আলোচনা সভাসহ শিশুদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন ছিল দিনভর। প্রতিনিধিদের পাঠানো তথ্যও ছবিতে ডেস্ক প্রতিবেদন।
শ্রদ্ধা ও ভালোবাসায় বন্দরনগরী চট্টগ্রামে উদ্যাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। নগরীর দামপাড়া জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তে সশস্ত্র সালাম ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এসময় তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বেলুন উড়িয়ে জাতীয় শিশু দিবসের উদ্বোধন করেন অতিথিরা। দিবসটি উপলক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্যমূল্যে দুধ, ডিম, গরু ও মুরগি মাংস বিক্রয় কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
রাজশাহী কলেজে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারা। এর আগে সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সরকারি সকল দপ্তরের উদ্যোগে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা,পেশাজীবী সংগঠনসহ সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতারা।।
ময়মনসিংহে সার্কিট হাউজ ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে একে একে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নানান শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
গাইবান্ধায় বিচার বিভাগের আয়োজনে আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মুনসুর মিয়া । এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও নগর আওয়ামী লীগের নেতা কর্মীরা। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
বঙ্গবন্ধু ম্যুরাল পুষ্পার্ঘ্য অর্পণ করেন, বিভাগীয় কমিশনার রংপুর সিটি কর্পোরেশন মেয়র ডিআইজি পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান ।
কুমিল্লায় নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা, দোয়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমসহ অনেকে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ সকালের দিকে কুষ্টিয়া কালেক্টর চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এম এ রাকিব।
এছাড়াও সাতক্ষীরা, পিরোজপুর, খাগড়াছড়ি, ফরিদপুর, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।