রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী হলেন পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে বিশাল জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে তিনি রেকর্ড সংখ্যক ভোট পান।
প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ শতাংশ ভোট পড়েছে। কাস্টিং ভোটের মধ্যে ৮৭ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন পুতিন। সোভিয়েত ইউনিয়ন-পরবর্তী যুগে এটি এক রেকর্ড। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত হল। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। গত ২শ’ বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা। এর মধ্যে দিয়ে জোসেফ স্ট্যালিনকেও ছাড়িয়ে গেলেন তিনি। ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে পুতিন বিরোধী বিক্ষোভের মধ্যেও তার অন্য তিন প্রতিযোগীর কেউই ৪ শতাংশের বেশি ভোট পাননি। শুক্রবার শুরু হওয়া ভোটের প্রাথমিক ফলাফল রোববার প্রকাশ করা হয়।