দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে অসহায় গ্রাম পুলিশ
- আপডেট সময় : ১০:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ১৮২৮ বার পড়া হয়েছে
অসহায় এক বাহিনীর নাম গ্রাম পুলিশ। প্রান্তিক জনপদে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করছেন তারা, কিন্তু গত কয়েক বছরেও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সামান্য বেতনে কষ্টে চলছে তাদের সংসার।
জেলার সদর ১৩টি ইউনিয়নে মহল্লদার ও দাফাদার মিলিয়ে ৯৪ অধিক গ্রাম পুলিশ রয়েছে। সরকারী ও উন্নয়ন খাত মিলিয়ে তাদের বেতন সাড়ে ৬ হাজার টাকা আর দফাদার বেতন সাত হাজার টাকা। এই বেতনও পান কয়েক মাস পর-পর। দ্রব্য মূল্যর উদ্ধ গতির কারণে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন গ্রাম পুলিশ।
স্থানীয় জনপ্রতি জানালেন ইউনিয়ন পরিষদের সমস্ত কাজ করেন গ্রাম পুলিশরা। এ অনুযায়ী তাদের বেতন ভাতা খুবই কম। গ্রাম পুলিশদের বেতন বাড়ানোর দাবী জানান তিনি।
এদিকে গ্রাম পুলিশদের স্মাট হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্বোগ নেয়ার কথা জানান এই কর্মকর্তা।
জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন দফাদার ও নয়জন মহল্লদার মিলিয়ে দশজন করে গ্রাম পুলিশ কর্মরত রয়েছে।