পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলোন করছে বালু দস্যূরা। সেই বালু বিক্রি হচ্ছে উপজেলা থেকে প্রত্যন্ত গ্রামে। ভরাট করা হচ্ছে একের পর এক পুকুর, ডোবানালা, ফসলী জমিসহ খাল বিল। ফলে দিন দিন কমছে কৃষি জমি।
দেশের অন্যতম কৃষি ভান্ডার বলে খ্যাত আড়িয়াল বিলও রক্ষা পায়নি ভূমি খেকোদের কবল থেকে। ভেকু মেশিনের মাধ্যমে জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। অন্যদিকে জমির শ্রেনী পরিবর্তনের অনুমতি না নিয়ে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করা হচ্ছে কৃষি জমি। সিরাজদিখানে এলজিআরডি নির্মিত কালভার্টের মূখও বালু দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।পদ্মা সেতুর রেল সংযোগ পিলার টোল প্লাজার সংলগ্ন এলাকার যাত্রতত্রও চলছে অবৈধ বালুর ব্যবসা। জেলা জুড়ে এসব কর্মকান্ড চললেও প্রশাসনের ভূমিকা নীরব।