লক্কর-ঝক্কর বাসে জামালপুর থেকে ঢাকা যেতে সময় লাগে ৭ ঘন্টা
- আপডেট সময় : ১০:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
জামালপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ভালো পরিবহন সার্ভিস না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সাড়ে ৩ ঘন্টার জায়গায় লাগছে ৬ থেকে ৭ ঘন্টা । সময় যেমন বেশি লাগছে, তেমনি লক্কর-ঝক্কর বাসে যাতায়াতে দুর্ভোগও পোহাতে হচ্ছে যাত্রীদের। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ভালো মানের এসি বাস চালুসহ যাতায়াতের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ভৌগলিক দিক থেকে জামালপুর আশপাশের ৬ টি জেলার কেন্দ্রে অবস্থান করায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তরে শতাধিক বাস সার্ভিসে প্রায় ১০ হাজার যাত্রী চলাচল করে। জামালপুরের রাস্তাঘাট ও অর্ধলক্ষ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নমানের বাস সার্ভিস থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা ।
রাজধানী ঢাকায় যাতায়তে ভালোমানের বাস সার্ভিস না থাকায় সাড়ে ৩ ঘন্টার জার্নি ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগছে। তাই ট্রেনের উপর নির্ভর করতে হয় এখানকার বাসিন্দাদের। টিকিট কালোবাজারিদের হাতে ৩ থেকে ৪ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হয়। জেলার ২৬ লাখ মানুষের কথা ভেবে ভালো মানের তথা এসি বাস সার্ভিস চালুর দাবী স্থানীয়দের।
শিগগিরই জেলার রাস্তা প্রসস্তকরণসহ বাস সার্ভিস ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন বাস মালিক সমিতির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ।
যাত্রী সেবার মান বৃদ্ধি করার পাশাপাশি ভালোমানের বাস সার্ভিস ও ঢাকার সাথে বিলাস বহুল এসি বাস চালু করবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটি প্রত্যাশা জামালপুরবাসীর।