জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। অসুস্থ হয়ে জেলা-উপজেলার হাসপাতালে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে।
হাসপাতালের উত্তর পাশের নিচতলায় ডায়রিয়া ওয়ার্ডে রোগীর ভিড়।গত তিন দিনে এখানে শিশুসহ দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।এ পর্যন্ত ভর্তি আছেন প্রায় ১০০ জন।
রোগীদের আত্মীয়রা জানান, হঠাৎ করে গত দুই-তিন দিন আগে বারবার পাতলা পায়খানা হচ্ছে। সঙ্গে দু-একবার বমি হওয়ায় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান তারা।
শয্যার তুলনায় রোগী অনেক বেশি হওয়ায় মেঝেতে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। রোগীদেরকে স্যালাইন এবং ইনজেকশন দেয়া সরবরাহ করা হচ্ছে।
আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া হয় বলেও জানান তিনি।