কার্গো-জাহাজে বেড়েই চলেছে চুরির ঘটনা
- আপডেট সময় : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
যশোরের শিল্পশহর নওয়াপাড়া নৌবন্দরে ভিড়ে থাকা কার্গো-জাহাজে বেড়েই চলেছে চুরির ঘটনা। একের পর এক চুরির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, সুকানি ও কর্মচারীরা। কিন্তু অজ্ঞাত কারণে চুরির সাথে জড়িত স্থানীয় মাদকসেবী ও নৌবন্দরকে ঘিরে গড়ে উঠা চোরচক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
বন্দরের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এসব মালামাল আনলোডের অপেক্ষায় বিভিন্ন ঘাট পয়েন্টে দাঁড়িয়ে থাকে এসব কার্গো-জাহাজ। অভিযোগ রয়েছে, সন্ধ্যা নামলেই জাহাজগুলোতে একপ্রকার জোর করেই স্থানীয় মাদকসবীরা আড্ডা বসায়। তারা ও বন্দরকে ঘেরে চোরচক্র সুযোগমত প্রায়ই চুরি করে নিয়ে যাচ্ছে জাহাজ সংশ্লিষ্টদের মোবাইল, টাকা-পয়সা, জামাকাপড়সহ অন্যান্য জিনিসপত্র।
মাদকের দৌরাত্তই চুরির অন্যতম কারণ। কঠোরহস্তে মাদক কারবারি ও সেবনকারীদের দমন করা না গেলে চুরি বন্ধ হওয়া সম্ভব নয় বলে মনে করেন সচেতন মহল।
দাবির সাথে একমত পোষণ করে নৌ-বন্দরের এ শীর্ষ কর্মকতা বলছেন, নৌ-পুলিশ ও স্থানীয় থানা পুলিশ চুরিরোধে তৎপর রয়েছে।বন্দরের নিরাপত্তায় নিয়োজিত নৌ-পুলিশ বলছে, নদীতে টহল দেয়ার মতো কোন জলযান তাদের নেই। তাই চুরির অভিযোগ পেলে অনেক সময় ভাড়া করা নৌযান নিয়ে টহল ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে বিভিন্ন দেশ থেকে আসা আমদানি পণ্য বড় জাহাজ থেকে আনলোডের জন্য নওয়াপাড়া বন্দরে আসে। তারপর এখান থেকে সরবরাহ করা হয় সারাদেশে।