এখনো অস্থির ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
সবজির বাজারে কিছুটা স্বস্তি আসলেও রমজানকে ঘিরে এখনো অস্থির ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার। সরকারের নির্ধারিত মূল্যে মিলছে না অনেক পণ্য।
নিত্যপণ্যসহ সবধরনের পণ্য চড়া দামেই বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের চড়া দামে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে আলুর দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে। চিনি, ডাল, ছোলাসহ সব কিছুর দামই চড়া। বাজার নিয়ন্ত্রণে অভিযানের কথা বলা হলেও, তেমন কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। পেঁয়াজ-রসুনের দাম কমলেও মাছ-মাংসের দাম আকাশ ছোঁয়া। এ অবস্থায় বাজার মনিটর জোরদার করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।