বাগেরহাটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন পুরাকীর্তি
- আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
মসজিদের শহর বাগেরহাটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক প্রাচীন পুরাকীর্তি। এসব প্রাচীন পুরাকীর্তির অধিকাংশই পঞ্চদশ শতকে খান জাহান আলীর সময়ে নির্মিত। এর মধ্যে ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারের আশেপাশের এলাকাতেই রয়েছে কমপক্ষে ৮টি স্থাপনা। এর কোনটি এখনো মাথা তুলে ইতিহাস ও ঐতিহ্যের জানান দিচ্ছে, কোনটা আবার অযত্নে আর অবেহেলায় হারাতে বসেছে অস্তিত্ব।
মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে একে একে মুসল্লিরা সে স্থানটিতে নামাজ আদায় করতে আসছেন সেটি বাগেরহাটের ঐতিহ্যবাহি রেজাখোদা মসজিদ। খান জাহান আলী মাজার থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই মসজিদটি প্রায় ৬শ বছর পুরানো। মসজিদটির ভেঙে পড়া স্থাপনার কারুকাজ দেখেই আঁচ করা যায় তৎকালীন সময়ে মসজিদটির নির্মাণশৈলী কতটা নিপুণ ছিলো। স্থানীয়দের কাছে রেজাখোদা মসজিদটি ছয় গম্বুজ মসজিদ নামেও পরিচিত। তবে বর্তমানে মসজিদটির কোন গম্বুজই আর অবশিষ্ট নেই।
পড়ে আছে সামনের মেহরাব সম্বলিত দেয়ালটি এবং পিলারগুলি। তবে পিলার ও মেহরাবের কারুকাজ এখনো সগর্বে নির্মাতাদের রুচির পরিচয় জানান দিচ্ছে । স্থানীয়দের দাবী ঐতিহ্যবাহি এই মসজিদটি সংস্কারের মাধ্যমে আবারও আগের রুপে ফিরিয়ে আনা হোক।
২০২১-২২ অর্থ বছরে রেজাখোদা মসজিদটি সংস্কার করা হলেও মসজিদটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কোন পরিকল্পনা নেই বলে জানান বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোঃ জায়েদ।
সরকার ও প্রত্নতত্ব বিভাগের আন্তরিকতায় রক্ষা পাবে অস্তিত্ব ঝুকিতে থাকা বাগেরহাটের রেজাখোদা মসজিদসহ অন্যান্য ঐতিহ্যাসিক স্থাপনা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।