শুকিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাঙামাটির কাপ্তাই হ্রদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
শুকিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাঙামাটির কাপ্তাই হ্রদ। এ বছর হ্রদের পানি আগে ভাগে কমে যাওয়ায় হ্রদে নৌ যোগাযোগ ব্যহত হচ্ছে।
হ্রদের পানি কমতে থাকায় হ্রদে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ইতোমধ্যে জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। দূর্গম এসব এলাকার মানুষ যাতায়াত ও পন্য পরিবহনে দূর্ভোগ পোহাচ্ছে।এদিকে, হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমতে শুরু করেছে। সহসা বৃষ্টি না হ্রদের পানি আরো কমে যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা করেন।