খরস্রোতা নদী লৌহজং অবৈধ দখলদারদের দখলে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের একসময়ের খরস্রোতা নদী লৌহজং সময়ের বিবর্তনে এখন অবৈধ দখলদারদের দখলে। প্রতিনিয়ত পড়ছে দূষণের কবলে। নাব্য হারিয়ে পরিণত হয়েছে মরা খালে।
শহরের বিভিন্ন বাসা-বাড়ি ও ড্রেনের পয়ঃনিষ্কাশন বর্জ্য সরাসরি নদীতে নিক্ষেপ করার কারণে নদীর পানি ভয়াবহ দুষণের শিকার হয়েছে। ফলে বিপর্যের মুখে পড়েছে নদীর দু’পাড়ে পরিবেশ । প্রভাব পড়েছে প্রাণিকূলর উপর। প্রভাবশালীদের কবলে দখল আর দূষণে এই নদী এখন মৃত সরু খাল পরিণত হয়েছে।