বিএনপি স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃতি করছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
বিএনপি স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃতি করে ভাঙা রেকর্ড বাজাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাজধানীর তেজগাঁওয়ে স্বাধীনতা দিবসের আলোচনার সভায় এ মন্তব্য করেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন মাত্র, এ নিয়ে বিএনপির বড়াই করার কিছুই নেই। জিয়াউর রহমান আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী ছিলেন বলেও জানান শেখ হাসিনা।
রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা । সমালোনা করেন বিএনপির কর্মকাণ্ড নিয়ে।
দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বলেন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে বিজয় এনে দিয়েছিলেন জাতির পিতা । তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চেয়েছিলো তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি দেশের মানুষ। মানুষের অধিকার ক্ষুন্ন করেই ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান, এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী। মুক্তিযুদ্ধে সমর্থন দেয়া ভারতসহ সব দেশকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।