লালমনিরহাটে সবজির দাম স্থিতিশীল থাকলেও ভরা মৌসুমেও বেড়েছে আলুর দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটে সবজির দাম স্থিতিশীল থাকলেও ভরা মৌসুমেও বেড়েছে আলুর দাম।
খুচরা বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়া বেগুন ১৫ টাকা, সিম ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৫০, ঢেঁড়স ৪৫, শসা ৩৫ টাকা এবং লেবু প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভরা মৌসুমে আলুর দাম না কমায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এদিকে, নিয়ন্ত্রণহীন মাছ-মাংসের দাম। গরুর মাংস ৭০০ টাকা, দেশি মুরগি কেজিপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকা, ব্রয়লার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ মাংসের দাম কোনভাবেই না কমায় পরিবারের আমিষের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।