জনপ্রিয় হয়ে উঠছে জামালপুরের তুলার চাষ
- আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠা চরের নিস্ফলা পতিত জমিতে তুলার চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার তুলার ফলনও হয়েছে বেশ ভাল। কম খরচে বেশি লাভ পাওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।
আপস:…..
জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠা চরের বালি জমি এক সময় নিস্ফলা ও পতিত থাকতো। এসব পতিত জমিতে চাষীরা বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করেও কোন সুফল পেতেন না। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনাবাদি এসব বালি জমিতে হাইব্রিড ও উন্নত জাতের তুলা চাষে বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষকদের জীবন যাত্রা।তাই সরকারী সহযোগীতার দাবী তাদের।
ভক্সপপ- ১,২,৩ (তুলা চাষী)
চাষীদের সার ও উন্নতজাতের বীজ সরবরাহসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তুলা উন্নয়ন তুলা উন্নয়ন কর্মকর্তা।
সট: খায়রুল বাসার, কটন ইউনিট অফিসার, জামালপুর।
তুলার উৎপাদন ও মূল্য বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুরের তুলা চাষীদের।#
আপস:….
ফজলে এলাহী মাকাম,এসএটিভি,জামালপুর।