ব্যাংকিং খাতের তিন স্তরে ধস নেমেছে : ড. সালেহউদ্দিন আহম্মেদ
- আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৯১৩ বার পড়া হয়েছে
ব্যাংকিং খাতের তিন স্তরে ধস নেমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহম্মেদ। এফডিসিতে বির্তক প্রতিযোগিতায় তিনি জানান, দেশে ২ শতাংশ ঋণ দিয়ে খেলাপি থেকে মুক্ত হওয়া সম্ভব। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ঋণ জালিয়াতিতে জড়িতদের পাশাপাশি ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশসহ ১০ দফা সুপারিশ পেশ করেন।
ঋন জালিয়াতি ও অর্থ পাচারে সংস্কৃতি বড় একটি কালো দাগ হয়ে দাড়িয়েছে। একের পর এক ঋন কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, রিজার্ভ চুরি, বেসিক ব্যাংকের জালিয়াতি ও শেয়ার মাকের্ট লুট ইত্যাদি ঘটনা আর্থিক খাতকে ব্যাপক দূর্বল করে ফেলছে। এমন পরিস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে ব্যাংক একীভূতকরন শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় প্রাইম ইউনিভাসিটি ও বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির বির্তাকিকরা। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ উপস্থাপন করে বলেন, ঋন জালিয়াতির সাথে জড়িত ব্যক্তিসহ ঋন খেলাপি ও অর্থ পাচারকারীদের নামের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করতে হবে।
ব্যাংকের তিন স্তরের সুশাশন নিশ্চিত করতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহম্মেদ বলেন, ব্যাংকিং আয়ে সংস্কার দরকার। তাই, সুশাশনের নৈতিকতা ও জবাবদিহিতা বাস্তবায়নের এখন সময় এসেছে। ছায়া সংসদ বিতর্কে বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির বির্তাকিকরা বিজয়ী হয়।