নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। সে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জেলা ব্যাটমিন্টন দলের খেলোয়াড় বৈশাখী উত্তর বড়গাছার ৪ তলা বাড়ির ছাত্রী নিবাসে ৩য় তলার একটি রুমে ভাড়া থাকতো। রাত ৯টার দিকে অন্য ছাত্রীরা বাড়িওলাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনও সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়। পরে বাড়িওয়ালা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।