৭ জানুয়ারি ডামী নির্বাচনের পর জনগন আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে : আমীর খসরু
- আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
৭ জানুয়ারি ডামী নির্বাচনের পর জনগন আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। তাই যে কোন সময় ফ্যাসিবাদী সরকার বিরোধি আন্দোলন চাঙ্গা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন ৭ জানুয়ারী মুলত চলমান নির্বাচনী ব্যাবস্থার পক্ষে ও বিপক্ষে একটি গণভোট হয়েছে। যেখানে ৯৫ শতাংশের বেশি মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে বিএনপির পক্ষে রায় দিয়েছে। আর এই কারনেই সরকার ভিত হয়ে জনগনের ওপর প্রতিশোধ নিচ্ছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি সবখানে অনিয়ম দুর্নীতি যেন অতিতের সব রেকর্ড ছাড়িয়েছে। সরকারের অপশাসনের কারনে সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। যে কোন সময় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে জনগনের মালিকানা প্রতিষ্ঠিত করা হবে বলেও হুশিয়ারি জানান বিএনপির এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে বিএনপি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।