চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ

- আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ, পরের বছর কিছুটা বেড়ে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক ঢাকা অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী দিনেও উচ্চ মূল্যস্ফীতির ধারা অব্যাহত থাকতে পারে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কেমন থাকে, মূলত তারে উপরই মূল্যস্ফীতি নির্ভর করবে। বিশ্বব্যাংক আরও বলছে, মূল্যস্ফীতির চাপ কমাতে পারলে এবং বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করা সম্ভব হলে বাংলাদেশ অর্থনীতি ইতিবাচক হবে। এ জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া। ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে উন্নয়ন সহযোগী সংস্থা- বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের আবাসিক পরিচালক আব্দুল্লায়ে সেঁক জানান, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ। একমধ্যে বাংলাদেশ ও ভারতের প্রবৃদ্ধি ৬ শতাংশের আশেপাশে থাকবে।