৫ সেকেন্ডে মোবাইলের আই.এম.ই.আই চেঞ্জ
- আপডেট সময় : ০৯:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৯৭১ বার পড়া হয়েছে
৫ সেকেন্ডে মোবাইলের আই.এম.ই.আই চেঞ্জ করে চুরি ও ছিনতাই করা মোবাইল বিক্রি করে আসছিল চোর চক্র। এমন এক চক্রের ২০ সদস্যকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গেলো ৪ থেকে ৫ বছরে এসব চক্রের সদস্যরা ২০ হাজারেরও বেশী অ্যান্ড্রয়েডে মোবাইল সেট চুরি ও ছিনতাইয়ের পর বিক্রি করে আসছিলো। এছাড়াও ডেমরায় ১৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
দেশি ও বিদেশি প্রায় ১ হাজার বিভিন্ন ব্যান্ডের চুরি ও ছিনতাইকারী স্মার্টফোন জব্দ করেছে র্যাব। রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, মোহাম্মদপুর, খিলগাঁওয়ে এলাকায় অভিযান চালিয়ে এসব ফোন জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে একাধিক স্মার্ট মোবাইল চোর চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করে রেব-৩। জব্দ করা হয় আইএমইআই পরিবর্তন করার ডিভাইসও। কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃতরা বিভিন্নভাবে ভাগ হয়ে কাজ করে। মোবাইল চুরি করার পর মুহূর্তেই আইএমইআই পরিবর্তন করে কম দামে বিভিন্ন জায়গায় বিক্রি করে এসব ফোন। র্যাব জানায়, তারা নির্জন ও জনবহুল স্থানকে বেছে নিয়ে মোবাইল চুরি ও ছিনতাই করে আসছে বিভিন্ন চক্রের সদস্যরা। রাজধানীর ডেমরায় ১৪টি বাসে আগুনের ঘটনা তদন্ত নিয়ে কথা বলেন তিনি।