রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতদের হামলায় ৫ নিরাপত্তাকর্মী আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
গতরাতে এ ঘটনা ঘটে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, রাতে ৩০ জনেরও বেশি একদল ডাকাত জোর করে আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা প্রতিরোধ করলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়। আহতদের দু’জনকে খুলনা মেডিকেল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।