তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে এখনো নিখোঁজ শতাধিক মানুষ
- আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে এখনো নিখোঁজ শতাধিক মানুষ। আজও উদ্ধার অভিযান চলমান। স্থানীয় সময় গতকাল সকাল ৮টার দিকে ভূমিকম্প আঘাত হানে।
৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও এক হাজারের বেশি মানুষ।
তাইওয়ান ছাড়াও জাপান, চীন এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে তাইওয়ানের বিভিন্ন স্থানে ধসে পড়া টানেল, সড়ক এবং বাড়ি-ঘরের ধ্বংসস্তূপের নিচে এখনো শতাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। হুয়ালিয়েনের রাস্তার পাশে জিনওয়েন এবং কিংশুই টানেলে আটকে পড়া ৭৭ জনকে উদ্ধারের জন্য সকাল থেকে উদ্ধার অভিযান
চলছে। ভূমিকম্পে তাইওয়ানের হুয়ালিয়েন শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন ধসে পড়েছে, রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত রেলসেবা এবং দেশটির প্রত্যন্ত অঞ্চল তাইওয়ানের অন্যান্য অংশ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।