গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়াকান্না করছে : কাদের
- আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৭০৪ বার পড়া হয়েছে
গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দেয়া হচ্ছে না, তবে নৌকা কোনোদিনও ডুববে না। বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার বাই অ্যাকসিডেন্ট বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসে বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারা সমাবেশ করলেও গণহত্যা নিয়ে কোন কথা বলেনি। তারা এখনো স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্র চর্চা করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। এর আগে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মার ওপারে একটি আধুনিক ও বড় হাসপাতাল করার প্রস্তাব রয়েছে ।