রোজার শেষদিকে এসে রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- আপডেট সময় : ১১:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
রোজার শেষদিকে এসে রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানে ঘুরে ঘুরে পছন্দের পোশাকটি কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। বিভিন্ন এলাকা থেকে ক্রেতার আগমনে বিপণী বিতানগুলো এখন জমজমাট।
ক্রেতাদের ভিড়ে উৎসবমুখর রংপুরের প্রতিটি বিপণি বিতান। পরিবারের সদস্যদের নিয়ে দোকানে ও শপিং মলে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পোশাক। এবারের ঈদে গরমের কথা মাথায় রেখেই বেশিরভাগ ক্রেতাই ঝুকছেন সুতি কাপড়ের দিকে। কেউ রঙকে প্রাধান্য দিচ্ছেন, আবার কেউবা ফ্যাশনের দিকে নজর রেখেছেন। তবুও রয়েছে বেশি দাম নেয়ার অভিযোগ। শিশু ও নারীদের পোশাক বেচাকেনা বেশি হচ্ছে।
পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি, নারীদের ঈদ শপিংয়ে প্রাধান্য পেয়েছে সালোয়ার কামিজ ও শাড়ি, শিশু-কিশোরদের রয়েছে ভিন্নতা।
ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে নগরের বিভিন্ন মার্কেটে রয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের দিন যতই ঘনিয়ে আসবে ততই বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ী ও নগরবাসীর ।