পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে : কাদের
- আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। প্রশাসন গভীর দৃষ্টি রাখছে, তবে এ নিয়ে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে– এমন ভাবার কারণ নেই। অচিরেই বিষয়টির সমাধান হবে। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজন করে এই ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান।
এতে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনার পেছনে কোন গোষ্ঠী বা কারা জড়িত জড়িত সরকার তা খতিয়ে দেখছে।
আগামী অর্থবছরের বাজেটে মেট্রোরেলের ভাড়ায় এনবিআর ১৫ শতাংশ ভ্যাট দাবী করলেও এটি সরকার এখনো অনুমোদন করেনি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
অন্ধকারে ঢিল না ছুঁড়ে, কিভাবে কোথায় হরিলুট চলছে, বিএনপিকে প্রমানসহ সেই সত্য উদ্ধারের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।